লন্ডনে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর আন্তর্জাতিক জালালাবাদ উৎসব অনুষ্ঠিত
রোদেলা সকাল ডট কম
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৩, ৭:২৪ অপরাহ্ণসারা বিশ্বে ছড়িয়ে থাকা জালালাবাদ বাসীদের মধ্যে সেতু বন্ধন তৈরির লক্ষ্যে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর উদ্যেগে ১২ মার্চ লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট হলে প্রথমবারের মতো অনুস্টিত হলো আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ২০২৩।
সংগঠনের আহবায়ক মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও সদস্য সচিব মইনুল চৌধুরী হেলাল ও যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ ছোটন এর যৌথ পরিচালনায় প্রথমেই পায়রা উড়িয়ে অনুস্টানের শুভ উদ্ভোদন করা হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মনসুর আহমদ সাওন। প্রদান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লন্ডন বাংলাদেশ হাইকমিশনের পলিটিকাল কাউন্সেলর দেওয়ান মাহমুদুল হক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাওয়ার হেমলেট কাউন্সিলের স্পিকার কাউন্সিলার শাফি আহমেদ, বার্কিং ও ডেগনেহাম কাউন্সিলের মেয়র কাউন্সিলার ফারুক চৌধুরী, আহমেদুস সামাদ চৌধুরী জেপি, অলি উদ্দিন শামিম, কাপ্তান হোসেন,মইনুল ইসলাম, সেলিম আলম,ড.অরুপ রতন চৌধুরী,কাউন্সিলার জোসনা বেগম,দিলাল আহমদ ও সমাপনি বক্তব্য রাখেন মারুফ চৌধুরী। আরও বক্তব্য রাখেন ডাক্তার আলাউদ্দিন,মাহমুদ হাসান এমবিই,শাহগীর বখত ফারুক, আব্দুল অদুদ দীপক, ওলি খান এমবিই,মিটু চৌধুরী,আব্দুল বাছির,কাউন্সিলার শেরওয়ান চৌধুরী,কাউন্সিলার ফয়জুর রহমান,মানিক মিয়াআব্দুল আহাদ চৌধুরী,জামাল আহমদ খান,সৈয়দ ছাদেক আহমদ,সাদেক আহমদ,আলহাজ মনসুর আলী সেট,ইমরান আহমদ,নাসির আহমদ,মোহাম্মদ আলাউদ্দিন,প্রভাষক আব্দুল হাই,আনোয়ার শাহজাহান,মহিব উদ্দিন চৌধুরী,সৈয়দ এনামুল ইসলাম,খালেদ আহমদ,মুজাহিদ ইসলাম,জুনেদ চৌধুরী,মোস্তাক আহমদ,আবুল হোসেন,খালেদ আহমদ,ফরহাদ হোসেন টিপু,আব্দুল মুমিন জাহেদী ক্যারল,ব্যারিস্টার মাসুদ চৌধুরী,হাসানুল হক উজ্জল,বজলুর রশিদ এমবিই,এ কে এম আব্দুল্লাহ,কাউন্সিলার রিতা বেগম, মঈন উদ্দিন আনসার,সৈয়দ হাসান আহমদ।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এই উতসবে প্রথমেই সকল শহীদদের স্বরনে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা বলেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন মুল লক্ষই হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিলেটিদের ঐক্যবদ্য করা এবং তাদের সমস্যা সমাধানে এক হয়ে কাজ করা। বিশেষ করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরকে একটি পুর্নাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে প্রতিষ্টার দাবী জানান তারা। বাংলাদেশ বিমানের পাশাপাশী বিশ্বের অন্যান্ন দেশের বিমানকে সিলেটে অবতরনের অনুমতি দেওয়ার ও আহব্বান জানান তারা।